ঢাকার দোহারের লটাখোলা গ্রামে চুরির ঘটনায় জড়িত খোকন খা নামে এক চোরকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। সাভারের নামাগেন্ডা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, গত ১৬ ফেব্রæয়ারি দিবাগত রাতে দোহার উপজেলার পশ্চিম লটাখোলা গ্রামের বাসিন্দা ফুচকা বিক্রেতা সাইফুল ইসলামের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ঘরের সামনের বারান্দার টিন কেটে কৌশলে দরজার খুলে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ও নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। এঘটনায় দোহার থানায় মামলা হলে দোহার থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত খোকন খাকে সাভারের নামাগেন্ডা এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে কিছু স্বর্ণালংকার ও তিনটি মোবাইল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আসামীর বরাত দিয়ে পুলিশ আরো জানান, খোকন খা বিভিন্ন এলাকায় কখনো রিকশাচালক, কখনো ফল বিক্রেতা হিসেবে ঘুরে বেড়াতো এবং সুযোগ পেলে ঘর-বাড়িতে চুরি করতো বলে স্বীকার করেছে।
খোকন খা দোহারের কুসুমহাটি ইউনিয়নের চরকুসাই গ্রামের বাসিন্দা।
মন্তব্য করুন