মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগ। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহীদদের।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহসান খোকন শিকদার, যুগ্ম সম্পাদক সিরাজউদ্দিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, সাকুর হোসেন সাকু ও হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর ফারুক, উপ দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও সদস্য জয়নাল আবেদীন সহ আরো অনেকে।
মন্তব্য করুন