রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের পরিচয় জানা গেছে। নিহত ওই পুলিশ সদস্য একজন কনস্টেবল। তার নাম আমিনুল পারভেজ। পারভেজের বাবার নাম সেকান্দার মণ্ডল। পারভেজ মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটরীর বাসিন্দা।
তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তে কর্মরত ছিলেন।
তবে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, নিহত পুলিশ সদস্য পারভেজের আদি বাড়ী দৌলতপুর উপজেলার হলেও তারা অনেক দিন ধরে টাংগাইল জেলার নাগরপুর উপজেলা ফতেপুর গ্রামে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও বিজয়নগর মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসময় হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
Leave a Reply
You must be logged in to post a comment.