ঢাকার নবাবগঞ্জে এক প্রতিবন্ধীকে মোটরচালিত রিক্সা উপহার দিয়েছে সততা ফাউন্ডেশনের নামে একটি অরাজনৈতিক সংগঠন।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রিক্সাটি প্রতিবন্ধী বাবু ও তার পরিবারের হাতে তুলে দেন সুশীল সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, মেরিন ইঞ্জিনিয়ায় বি.এম সাইফুল মোর্শেদ, সমাজসেবী নাজির আহাম্মেদ, শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভাণিংবডি সদস্য মো. নাসির আহাম্মেদ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগণ জিয়াউর রহমন, মো. বিপ্লব হোসেন, মো. হূমায়ন, মো. হাফিজুর রহমান হাফিজ, মো. মাসুদ রানা, মো. সারোয়ার জামান সম্রাট ও এমদাদুল হক রুবেল।
আরোও উপস্থিত ছিলেন বাহাদুর ইসলাম, জাহিদুল ইসলাম, মাসুদুর রহমান সুমন, ওমর ফারুক শারিফীসহ ফাউন্ডেশনের সকল সদস্যরা।
শারিরীক প্রতিবন্ধী বাবু শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের আব্দুল মজর আলী ফকিরের ছেলে।
‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’ স্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশনটি ২০১৯ সাল মানবসেবায় কাজ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উৎসবের সময় শাড়ি, কাপড়, লুঙ্গি, সেমাই, চিনি, চাউল, গরুর গোশত, সেলাই মেশিন ও ছাগল উপহার দিয়েছে অসহায় ও দরিদ্র পরিবারকে।
Leave a Reply
You must be logged in to post a comment.