1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

পথনাটকে শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রচার ‘কর্মজীবী নারী’র

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

পথনাটকের মধ্যে দিয়ে শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রম বিষয়ে সচেতন করছে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) কর্মজীবী নারী (কেএন)। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩ ও নারায়ণগঞ্জের চাষারা এলাকার শহীদ মিনারে পথনাটক প্রদর্শন করে তারা। এতে সহযোগিতা করছে অ্যাকশনএইড বাংলাদেশ।

‘স্বপ্ন হলেও সত্যি’ শীর্ষক পথনাটকটি পরিবেশন করে দেশে অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিট। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১৩ এলাকার শহীদ মিনারে নাটকের প্রথম প্রদর্শন হয়। পরে বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জের চাষারা এলাকার শহীদ মিনারে দ্বিতীয়বারের মতো প্রদর্শিত হয় নাটকটি। শ্রমিকের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বিষয় প্রচার করার লক্ষ্যে পথনাটকটি প্রদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকেরা।

পথনাটক পরিবেশনের আগে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক মরিয়ম নেছা, এনজিও কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা এবং নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিটের সমন্বয়ক সেলিম মাহবুব। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মজীবী নারীর সমন্বয়ক রাজীব আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় কর্মজীবী নারীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ