ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তাবায়নে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে ক্লাস্টার ভিত্তিক মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাসনাবাদ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দুরা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান শামিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. তাজুল ইসলাম তাজুল, সাংগঠনিক সম্পদক সুকুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, উপজেলার সরকারি ১৩০ টি প্রাথমিক স্কুলের শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে একই স্থানে সকল শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে ও ঝড়ে পড়া রোধকল্পে শিক্ষক ও কর্মকর্তা এবং শিশুর মায়েদেরকে নিয়ে মা সমাবেশ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.