1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

দোহারের নয়াবাড়িতে মশা নিধন কার্যক্রম

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

সারাদেশে বেড়েছে ডেঙ্গু মশার উপদ্রব। শহরের গন্ডি পেড়িয়ে গ্রামেও হানা দিয়েছে ডেঙ্গু। ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালেও বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড়। এমতাবস্থায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নকে মশা মুক্ত করতে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। এসময় বাহ্রা ঘাট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সব ওয়ার্ড, মসজিদ, মাদ্রাসা এবং বাজার স্প্রে করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন দোহার পৌর মেয়র আলমাস উদ্দিন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য সোরহাব তালুকদার, সেকান্দার আলী মোল্লা, ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, ইউপি সদস্য নুরু ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আরব আলী, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক শুভ্র মিয়া সহ দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ