স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরে বর্ষা মৌসুমে সারাদেশে ৩ কোটি গাছের চারা বিতরণ করবে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বান্দুরা শাখার সদস্যদের মাঝে গাছের চার বিতরণ ও এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান এবং খোলা জায়গায় চারা রোপণ করা হয়।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. এ কে এম সাইফুল মজিদের নির্দেশনায় গ্রামীণ ব্যাংক নারায়ণগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোঃ আব্দুস সবুর খানের পৃষ্ঠপোষকতায় নবাবগঞ্জ এরিয়ার বান্দুরা নবাবগঞ্জ শাখা কেন্দ্র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার আব্দুস সবুর খান, এরিয়া ম্যানেজার মুহাম্মাদ রোকনুজ্জামান তরুন, শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল করিম শেখ ও সহকর্মীবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.