ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা কোঠাবাড়ি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও কঠোবাড়িসহ বিভিন্ন কলেজে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কোঠাবাড়ি কলেজ প্রাঙ্গণে কলেজের নির্বাহী কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কোঠাবাড়ি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট মোঃ রমজান আলী শিকদার স্বাগত বক্তব্য রাখেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেম দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কোঠাবাড়ি কলেজে ভর্তি হওয়ার জন্য আহবান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ, কোঠাবাড়ি কলেজের গর্ভনিংবডি সদস্য আব্দুল কাশেম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আশ্রাফ আলী, মহসিন আহমেদ দিপু, লায়ন আব্দুস সালাম চৌধুরী প্রমূখ।
এ ছাড়াও কোঠাবাড়ি কলেজের উপদেষ্টা সদস্য মুকবল হায়দার এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মোঃ আনোয়ার পারভেজ, কোঠাবাড়ি কলেজের প্রিন্সিপাল রবীন্দ্রনাথ মন্ডল, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক-ই আজম, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ূব আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply
You must be logged in to post a comment.