ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ।
শনিবার বিকেলে উপজেলার জিনজিরায় সংগঠনটির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণা অনুসারে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কার্যালের দিকে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা।এসময় বিএনপির নাশকতা ও অপতৎপরতা প্রতিহতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তারা।
বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের হোসেন সাকু, আগানগর জাহাঙ্গীর শাহ খুশি, শুভঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন, শুভঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসেরসহ প্রমুখ।
পরে সমাবেশ শেষে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে কদমতলী গোলচত্তর হয়ে চুনকুটিয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ শতাধিক নেতাকর্মী বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছে পুলিশ। এ মামলায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
Leave a Reply
You must be logged in to post a comment.