নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মো. আকতার হোসেন (৩২) ও মো. আবু সাইদ ওরফে হীরা (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আকতার হোসেন ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহাট গ্রামের আবেদ আলীর ছেলে এবং আবু সাইদ হীরা গাজীপুর হেলার বাসনা উপজেলার পশ্চিম লক্ষীপুরা গ্রামের গোলাম আজমের ছেলে।
রবিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-১।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার র্যাব-১১ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কেওড়াডালা এলাকার থেকে ৩২.৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ আকতার ও আবু সাইদ হীরাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.