1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের একটানা গতি ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আজ শুক্রবার ঘূর্ণিঝড় মোখা’ নিয়ে সর্বশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এমনটি জানিয়েছে। ভোর সাড়ে পাঁচটার দিকে আবহাওয়ার বিশেষ এ নয় নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১২.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

এটি ১২ মে ভোররাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৮৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৫০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরো ঘণীভূত হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ (দুই) নম্বর (পুন:) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অর্থাৎ কক্সবাজার, মায়ানমার ও আশপাশ এলাকা অভিমুখে রয়েছে। আজ রাতে আরও পরিস্কারভাবে বোঝা যাবে দিক দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। শনিবার রাত থেকে ঘূর্ণিঝড়ের তান্ডব বুঝা যেতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ