ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মীয় শ্রী রাম চন্দ্রের পরম ভক্ত হনুমানের ২১ হাত উঁচু মুর্তির পূজা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নয়নশ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে এর আয়োজন করেন নয়নশ্রী হিন্দু সম্প্রদায়।
মঙ্গলবার বিকালে পূজা উপলক্ষে দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জ, শ্রীনগর, সিরাজদিখানের বিপুল সংখ্যক ভক্ত পূণ্যার্থীর আগমন ঘটে।
পূজার পরিচালক গোপাল রাজবংশী ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় রাজবংশী জানান, মূলত রাম নবমীতে হনুমান জির পূজা অনুষ্ঠিত হয়। এবছর রমজান ও শেখরনগরের কালী পূজা উপলক্ষে এক মাস আগেই উদযাপন করা হলো।
পূজা কমিটির সভাপতি সুনিল রাজবংশী, সাধারণ সম্পাদক নিতাই রাজবংশী ও সাংগঠনিক সম্পাদক অসীত রাজবংশী জানান, স্থানীয় যুবসমাজের উদ্যোগে ৬ বছর আগে পূজা শুরু হয়। সে বছর গ্রামবাসীর ইচ্ছা অনুযায়ী মুর্তি নির্মাণ শুরু হলে ২১ হাত উচ্চতায় গিয়ে নির্মান সম্পন্ন হয়। সেই থেকে ২১ হাতের মুর্তি নির্মাণ হয়ে আসছে।
পূজার পুরোহিত রাজীব ভট্টাচার্য ও অপু ভট্টাচার্য জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে নবমী তিথি মহেন্দ্র যোগে পূজার সময় শুরু হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.