ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ১০২ নং করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় করপাড়া আর্দশ ক্লাবের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার মধ্যে ছিল মোরগ লড়াই, বল নিক্ষেপ, অঙ্ক দৌড়, চেয়ার সেটিং, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমদাদুল হক জায়েদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর যুগ্ম মহাপরিদর্শক মো : মতিউর রহমান।
আজাদ হোসেন স্বাধীনের সঞ্চালনায় ছিলেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা। এসময় উপস্থিত ছিলেন করপাড়া আর্দশ ক্লাবের সভাপতি আব্দুর রশিদ খান চুন্নু, ইউপি সদস্য হারুন মোল্লা, সাবেক প্রধান শিক্ষক করিম মোল্লা, নজরুল ইসলাম রুবেল, বাশার মোল্লা, রেজাউল করিম স্বপন, সুমন মোল্লা প্রমুখ।
মন্তব্য করুন