1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

মানিকের বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনালে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৪ বার দেখা হয়েছে

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অধিনায়ক মানিকের বিধ্বংসী
ব্যাটিংয়ে সারালিয়া কুসুম কানন যুব সংঘকে পরাজিত করে ফাইনালে উঠেছেন পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ।

রবিবার বিকালে আয়োজিত খেলায় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ প্রথমে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মানিকের ২২ বলে ৯৬ রানের বিধ্বংস ব্যাটিংয়ের সুবাদে ২১৮ রান সংগ্রহ করে। ২১৯ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে নির্ধারিত ওভারে ৮৮ রান সংগ্রহ করেন সারালিয়া কুসুম কানন যুব সংঘ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মানিক।

আগামী ২৫ তারিখ শনিবার ফাইনালে নতুন বান্দুরা অরুণাচল সংঘ ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ মুখামুখি হবেন।

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ এ টুর্ণামেন্টের আয়োজন করেছেন। ফাইনালে ক্লাবের সভাপতি ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মজনু মোলাহ ও উদ্বোধক হিসেবে বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ