1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

তানজিম ইসলাম
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২১ বার দেখা হয়েছে

আধুনিক দোহারের রুপকার সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহহি ওয়া ইন্না- ইলাহির রজিউন) বিষয়টি তার একান্ত সচিব আক্কাস খান নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছিলেন।

রবিবার রাত ১০টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ব্যারিস্টার নাজমুল হুদা মৃত্যুকালে তার স্ত্রী আইনজীবী ব্যারিস্টার সিগমা হুদা এবং দুই কণ্যা অন্তরা হুদা সামিলা ও শ্রাবন্তী আমিনাকে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় ধানমন্ডী ৭নং রোডে বায়তুল আমান মসজিদে প্রথম জানাযা, বাদ যোহর দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে দ্বিতীয় জানাযা এবং বাদ আসর পদ্মা বিশ্ববিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাযা শেষে তার নিজ গ্রাম সাইনপুকুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৪৩ সালের ৬ জানুয়ারি এই বর্ষিয়ান নেতা জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পরপর ৩ বার তিনি ঢাকা -১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৭ সালে জিয়াউর রহমান জাগো দল গঠন করলে নাজমুল হুদা জাগো দলে যোগ দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্য মন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১০ সালে ২১ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বহিষ্কৃত হলেও তিনি বিএনপির দলীয় কাজ করতে থাকেন এবং ২০১১ সালের ৫ এপ্রিল তার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে ২০১২ সালে ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন।

১০ই আগস্ট ২০১২ সালে নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরের আবুল কালাম কর্তৃক বিএনএফ থেকে বহিষ্কার হন। ২০১৪ সালের ৭ মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে দল গঠন করেন। ২০ নভেম্বর ২০১৫ সালে হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। দলটিকে এই মাসে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যাক্তিগন শোক প্রকাশ করছে। একইসাথে, তার বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ