নবাবগঞ্জের নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে। নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ এ টুর্ণামেন্টের আয়োজন করেছেন।
বুধবার সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে এনএম নূরানী সংঘ (নুরনগর) কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ।
একই দিন বিকালে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সারালিয়া কুসুম কানন সংঘ ও উত্তর জয়পাড়া মুখামুখি হয়। খেলায় সারালিয়া কুসুম কানন সংঘ জয়লাভ করে সেমিফাইনালে উঠেন।
আগামী রবিবার বিকালে প্রথম পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ও সারালিয়া কুসুম কানন সংঘ সেমিফাইনালে মুখামুাখ হবেন।
মন্তব্য করুন