ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলায় মানবতা ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার পূর্ব লটাখোলায় এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন।
খেলার উদ্বোধন করেন বশির উদ্দিন ফাউন্ডেশনের আহবায়ক ডা. মো.জালাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, জয়পাড়া ক্লিনিকের চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, দোহার পৌরসভার ১ ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন চৌধুরী, ২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত বেপারী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, বিশিষ্ট সমাজসেবক তারক ভট্টাচার্য্য, আওয়ামীলীগ নেতা মো. সালাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার সার্বিক সহায়তায় করেন হারুন অর রশিদ, মধুসূদন ভট্টাচার্য, আব্দুস সালাম ও বশির উদ্দিন আহমেদ।
ফাইনাল খেলায় ইউসুফপুর ক্লাবকে হারিয়ে উত্তর জয়পাড়া চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.