ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কুল,মাদ্রাসা কারিগরি শিক্ষা সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলান পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সভাপত্বিত করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে বিজয়ীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
মন্তব্য করুন