দোহার উপজেলার নয়াবাড়ি বাহ্রা হাবীল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগ সিজন-১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। মাদক থেকে সমাজের তরুন প্রজন্মকে বিরত রাখতে ও খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতেই এ আয়োজন করেছে নয়াবাড়ি যুব সমাজ।
মাদক সহ সমাজের নানা ধরনের অপসংস্কৃতি থেকে রক্ষা পেতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মনে করেন আয়োজক কমিটি। নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে নাইট ক্রিকেট লীগ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন আর অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ডা. মোঃ বিল্লাল হোসেন। খেলাটির পৃষ্টপোষক ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শহিদ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, সাবেক সাধারণ সম্পাদক শহিদ খান, আওয়ামী লীগ নেতা মুসÍাফিজুর রহমান অনল, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য নুরু ভূঁইয়া, আবুল কাশেম, ছোরহাব পত্তনদার, লিটন হালদার, বাহ্রা হাবীল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সরকার ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ।
Leave a Reply
You must be logged in to post a comment.