ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় প্যাডে তিন পৃষ্ঠার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে মিজানুর রহমান ভূঁইয়া কিসমতকে সভাপতি ও ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আজ (২৯ ডিসেম্বর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহীম খলিল, ফজলুল হক ফজল, মো. পান্নু মিয়া, এম এ বারী বাবুল, মো. হুমায়ুন কবির।
যুগ্ম সাধারণ সম্পাদকঃ মো. সুবেদুজ্জামান সুবেদ, এড. আকমল হোসেন, এস এম সাইফুল ইসলাম।
আইন বিষয়ক সম্পাদক এড. ইমরান হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক কৃষিবিদ প্রদীপ চন্দ্র সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম লিয়াকত, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জিয়াউল ইসলাম মিথু, দফতর সম্পাদক মীর আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. জাহিদ হায়দার উজ্জ্বল, বন ও পরিবেশ সম্পাদক মো. ফারুক শিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এম এইচ মৃধা গিনি, মহিলা বিষয়ক সম্পাদক মনিকা ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, যুব ও ক্রীড়া সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক দেলোয়ার হোসেন খান, শ্রম সম্পাদক মোহা. রাশেদ খান, সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মোহাম্মদ বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান, তাবির হোসেন খান পাভেল, কোষাধ্যক্ষ সুজন বাবু।
এছাড়াও কমিটিতে ৩৫জন সদস্য ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী রয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.