বিজয় দিবস উপলক্ষে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ইনডোর রোইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ রোইং ফেডারেশন এ আয়োজন করে।
সকালে জাতীয় স্টেডিয়ামের ১নং গেইটের সামনে থেকে বিজয় র্যালি বের হয়। এরপর হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইনডোর রোইং প্রতিযোগিতা। এতে টঙ্গী রোইং ক্লাব, শাহীনবাগ রোইং ক্লাব, নারয়নগঞ্জ রোইং ক্লাব, ইউনিভার্সেল রোইং ক্লাব, ইয়ং স্টার রোইং ক্লাব, আলী নগর রোইং ক্লাব, বরিশাল রোইং ক্লাব, গোপালগঞ্জ রোইং ক্লাব ও নবাবগঞ্জ রোইং ক্লাবসহ ফেডারেশনের অন্তর্ভুক্ত ক্লাবের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অংশ গ্রহণ করে।
পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোল্লা মো. আবু কাওছার। বিজয়ীদের হাতে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুজ্জামান টপছি, মোবারক হোসেন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন মন্টু, কার্যনির্বাহী সদস্য নাসিরুজ্জামান চৌধুরী, মাকসুদ আলম, মো. জাকির হোসেন পারভেজ, মো. হামিদ আলীসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.