শ্বাসরুদ্ধকর ম্যাচে শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হার কোনভাবেই মেনে নিতে পারছেনা ঢাকার দোহারের নেইমার ভক্ত আকরাম। সম্প্রতি নেইমারের চুলের মত নিজের চুল কেটে আলেচনায় তিনি।
নিজের ফেভারিট টিম ব্রাজিল হারার সাথে সাথে তিনি কান্নায় ভেঙ্গে পরেন। শনিবার সকাল থেকেই তার কর্মস্থল জয়পাড়া সরকারি হাসপাতাল সংলগ্ন জনসেভা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে গিয়ে তাকে শান্তনা দিতে তার দলীয় সমর্থক সহ আর্জেন্টিনার সমর্থকদের দেখা যায়। তিনি নিজের প্রিয় দল ব্রাজিলের এমন পরাজয়কে কোনভাবেই মেনে নিতে পারছেনা। তার ব্রাজিল দলের ফুটবল প্রেমের প্রতি এমন ভালবাসায় রীতিমত অনেকে ঘাবড়ে গিয়েছেন। চেনা লোকজন তাকে শান্তনা দিলেও অচেনা লোকজন বুঝে উঠতে পারছেনা তার এমন কান্ডের কি কারন।
তবে ফুটবলের প্রতি তার এমন কান্ডে অনেকেই ইতিবাচক হিসেবে নিলেও অনেকেই আবার হতভম্ব বনে যাচ্ছেন। তবে তার এমন ঘটনা এটি নতুন নয়। প্রতি বিশ্বকাপ এলেই ব্রাজিল ভক্ত আকরামের নামটা থাকে সবার মুখে মুখে।
Leave a Reply
You must be logged in to post a comment.