1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

আজ মরুর বুকে বিশ্বকাপ রোমাঞ্চ শুরু

ডেক্স রিপোর্ট.
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

প্রতি চার বছর পর আসে এই মাহেন্দ্রক্ষণ। সংখ্যার বিচারে যা প্রায় ১ হাজার ৫০০ দিন। বলা হচ্ছে, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের কথা। যার জন্য সারা বিশ্বের ফুটবল ভক্তদের অপেক্ষা যেন অন্তহীন। ফুটবল বিশ্বকাপের প্রতিটা আসর আসলে ভাঙা স্বপ্ন জোড়া লাগানোর চেষ্টায় থাকেন ভক্তরা। কখনও কাছাকাছি গিয়ে ভাঙা স্বপ্ন আবার ভাঙে, কখনও শুরু থেকেই উবে যায় সেটি। তবুও ভক্তদের ফুটবল প্রেমের যেন শেষ নেই।

একই স্বপ্নকে ঘিরে কাতারে আজ রোববার মাঠে গড়াচ্ছে সেই মুহূর্ত। আর তাতে রং লাগাতে প্রস্তুত ৩২ দল। আজ শুরু হয়ে বিশ্বকাপ ফুটবলের এই আসরে তুলির শেষ আঁচড় বসবে আগামী ১৮ ডিসেম্বর। তারপরে আবারও শুরু দেড় হাজার দিনের অপেক্ষা।

বিশ্বকাপের ২২তম আসরে কাতারের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি ইকুয়েডরের প্রতিপক্ষ স্বাগতিকরা। এর আগে, বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

প্রায় ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। এ গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। নোরার সঙ্গে থাকবেন মানাল ও রেহমা। এ ছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।

বিশ্বকাপের ২২তম আসরে আটটি গ্রুপে অংশ নিচ্ছে ৩২টি দল। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে পয়েন্ট টেবিলের সেরা দুই দল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে। সেই থেকে শুরু হবে নকআউট পর্ব। এই পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘এ’ –তে রয়েছে স্বাগতিক কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর। গ্রুপ ‘বি’ –তে ফুটবলের জন্মদাতা ইংল্যান্ডের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস। ‘সি’ গ্রুপে এবারের আসরের শিরোপার অন্যতম আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। এ ছাড়া গ্রুপ ‘ডি’-এর চার দল হলো- তিউনেসিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।

বিশ্বকাপের এ আসরে ‘ই’ গ্রুপে রয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ও চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও জাপান। ‘এফ’ গ্রুপের চার দল হলো- কানাডা, মরোক্কো, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। সুইজারল্যান্ড, ক্যামেরুন, সার্বিয়া ও ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। গ্রুপ ‘এইচ’-তে রয়েছে পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

কাতার বিশ্বকাপ রোববার শুরু হয়ে দোহার আটটি স্টেডিয়ামে ৬৪ ম্যাচের যুদ্ধ শেষে পর্দা নামবে ১৮ ডিসেম্বর। বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায় খেলাগুলো শুরু হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ