খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দুরে রাখা এবং ফুটবল খেলাকে পুনরায় চালু করার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর নওজোয়ান ক্লাবের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় ক্লাব মাঠে হাজার হাজার ফুটবল প্রেমিদের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে খেলায় ময়মন্দি অগ্রদূত যুব সংঘ, নতুন বান্দুরা ফ্রেন্ডস ক্লাব কে ১ গোলে পরাজিত করে।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আহমদ ঝিলু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
কাজী আব্দুর রশিদ অনুর সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ।
খেলায় আরও উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান তুহিন, ডাঃ রফিকুল ইসলাম, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজন কুমার শম্ভু, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন, ক্লাবের সাধারণ সম্পাদক মাইদুর রহমান ফয়েজ, সহ সভাপতি শামীম মেহেদী খান বাবু প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.