ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে আলোকধারা ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় দোহারের জয়পাড়া বড় মাঠ ক্রীড়া সংঘ বনাম সদরপুর খেলোয়ার কল্যান সমিতির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের ৭ মিনিটে মাথায় সদরপুরের ৬ নম্বর জার্সি পরিহিত বিদেশী খেলোয়ার নয়নের গোলের মধ্যে দিয়ে ১-০ তে এগিয়ে যায় সদরপুর। এর ৬ মিনিটের মধ্যেই জয়পাড়ার ৬ নাম্বার জার্সি পরিহিত বিদেশী খেলোয়ার ইভানের দুর্দান্ত গোলে ১-১ গোলে সমতা আনে জয়পাড়া ক্রীড়া সংঘ। খেলার দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জয়পাড়া বড় মাঠ যুব সংঘের ১০ নাম্বার জার্সি পরিহিত বিদেশী খেলোয়ার ভোকালোর আরেকটি দুর্দান্ত শটে (২-১) গোলে এগিয়ে যায় জয়পাড়া বড় মাঠ।
এর আগে সদরপুরের দুই নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার হাসিব ও জয়পাড়ার ২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সানডে খেলায় অসদআচরন করায় তাদের দুজনকে লালকার্ড দেখিয়ি মাঠ থেকে বের করে দেন রেফারি। এ ঘটনায় মাঠে উভয় দলের মধ্যে বিশৃংখলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রন করে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সহ আয়োজক কমিটি।
ম্যান অবদ্যা ম্যাচ বিজয়ী দলের বাকালো। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান রহমান চৌধুরী নিক্সন এমপি।
Leave a Reply
You must be logged in to post a comment.