ঢাকার নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে পুরাতন বান্দুরা এলাকার নবীন সেতু সংঘের মাঠে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মো. মজনু মোল্লাহ তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আরিফ হাসানকে চুয়াল্লিশ ভোটের ব্যবধানে পরাজিত করে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। এছাড়া মো. রাসেল পারভেজ বিনা প্রতিদ্ব›িদ্বতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে ১৮৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে মিরাজ শিকদার নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাজ্জাদ লাসুদ পান ১৫১ ভোট।
ক্লাবের উন্নয়নে এলাকাবাসীকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি মো. মঞ্জু মোল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ।
Leave a Reply
You must be logged in to post a comment.