ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৮৫ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাচ-৮৫ এর পরিচালনা কমিটির আহবায়ক মিসবাহ্ উদ্দিন পরাগ এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটিতে মো. আমিনুল ইসলামকে সভাপতি, রফিউদ্দিন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির বাকীরা হলেন, সহ-সভাপতি মিসবাহ উদ্দিন পরাগ, মোস্তাফিজুর রহমান শামীম, মো. জাহাঙ্গীর আলম, নেসার উদ্দিন, মো. রুকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন খান, কোষাধ্যক্ষ মোনায়েম খান, সহ-কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক প্রণব কুমার দত্ত, সহ-দপ্তর সম্পাদক সুজাউদ্দিন খান রানা, সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সদস্য- মোজাফফর আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, অবিনাশ মন্ডল, আলম হোসেন, চন্দ্রকান্ত বিশ্বাস।
এছাড়াও প্রবাসী সমন্বয়কারী- বাদল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল গফুর, মো. সোহেল ও জসিম উদ্দিন।
Leave a Reply
You must be logged in to post a comment.