1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

দোহারে ‘হাবিল উদ্দিন ভূঁইয়া’ স্মৃতি সাঁতার প্রতিযোগিতা

সিনিয়র প্রতিবেদকঃ
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে

দোহার উপজেলার নয়াবাড়ি বাহ্রা এলাকায় শুক্রবার বিকেলে হাবীল উদ্দিন ভূঁইয়া স্মৃতি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি পুকুরে ডুব দিয়ে মাছ ধরাও ছিল অনুষ্ঠানের বাড়তি মাত্রা।

এ উপলক্ষো বাহ্রা গ্রামে গ্রাম্য মেলা বসে। সাতার প্রতিযোগিতা সহ পুকুরে ডুব দিয়ে মাছ ধরার এ মজার অনুষ্ঠানটি দেখতে নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে।

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কোয়াব সদস্য মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন।

অনুষ্ঠানের গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াৎ হোসেন নান্নু। এসময় আরও উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রবিউল, ৫ নং ওয়ার্ড ইইপি সদস্য নুরু ভৃঁইয়া, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সোহরাব পত্তনদার, ছাত্রনেতা হাবীবুর রহমান জনি, নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম ঝিলু, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মশিউর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজমুল ভঁইয়া, অহিদ ভৃঁইয়া, গিয়াস ভূঁইয়া, সোহাগ ভূঁইয়া। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, লিয়াকত হোসেন, জাফর হোসেন, আল আমিন, বাধন ভূঁইয়া, সাহাদাৎ ভূঁইয়া, আহাদ ভূঁইয়া, শুভ ভূঁইয়া, নুরুল ইসলাম, হিমেল, সাইফুল, সিয়াম, ইমরান, মাহফুজ সহ আরও অনেকে।

এর আগে ভার্চুয়ালে যুক্ত হন এ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, মোঃ ঝান্টু ভূঁইয়া, রমজান আলী পত্তনদার, আবুল হোসেন, ফয়সাল হোসেন, হাফিজুর রহমান ও নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ