ঢাকার নবাবগঞ্জ উপজেলা পূর্ব শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে দিঘিরপাড় এলাকার পার্টি কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে মো. নূর মোহাম্মদকে সভাপতি ও মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আশিক, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মো. নূর হোসেন। ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী সাত দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।
নবাবগঞ্জ পূর্ব শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আহবায়ক মো. নূর মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ পূর্ব শাখার সভাপতি মো. কবির সিকদার, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মারুফ বিল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন