ঢাকার নবাবগঞ্জে চার সন্তানের জননীকে নিয়ে পালালেন মধু নামক এক কথিত কবিরাজ। অভিযুক্ত মধু নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার ডাঙ্গার চালা নামক এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ২০ আগষ্ট শনিবার কথিত কবিরাজ মধু দোহার উপজেলার মাঝিরচর গ্রামের সিদ্দিক শরিফের স্ত্রী চার সন্তানের জননী পিয়ারা বেগম (৪৮) কে নিয়ে পালিয়ে যান। পালানোর আগে পিয়ারা বেগম বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা নিয়ে গেছেন বলে প্রতিবেদককে জানান পিয়ারা বেগমের বড় মেয়ে। অভিযুক্ত মধু মাঝিরকান্দা গ্রামে একটি দোকান নিয়ে ঝাড়ফুঁকের চিকিৎসা করতো বলে জানা গেছে।
এ ঘটনায় পিয়ারা বেগমের মেয়ে বাদি হয়ে ৩ সেপ্টেম্বর শনিবার কথিত কবিরাজ মধুর নামে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দোহার থানার উপ পরিদর্শক মো.কুদ্দুস জানান, কথিত কবিরাজ মধুর নামে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন