ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা শাখার ছাত্রছাত্রীদের ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা করা হয়। উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিস এ সভার আয়োজন করেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ্ জালাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খানসহ বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও সহকারী শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.