১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোক র্যালী ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা, দোহার নবাবগঞ্জ কলেজ ও ইছামতি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার দুপুরে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ থেকে একটি শোক র্যালী ও প্রতিবাদ মিছিল বের হয়ে কাশিমপুর আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, সহ-সভাপতি মনির হোসেন, নাজমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃসম্রাট, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সহ-সভাপতি শেখ ফারহান, সেলিম মিয়া, বশির,আহম্মেদ, সাকিল মোল্লা, বিকাশ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক আদনান দেওয়ান, অসিম হালদার, সাংগঠনিক সম্পাদ মেহেদী সাজ্জাদ, বিপ্লব হোসেন, সিয়াম মোল্লা, প্রচার সম্পাদক সুব্রত দাস, দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিফাত সনজ, ইছামতী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আহমেদ হৃদয় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন