আসন্ন ঢাকার দোহার পৌরসভা নির্বাচনে শেষ মহুত্বের প্রচারণায় ব্যস্ত নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আব্দুর রহমান আকন্দ।
নির্বাচন যত ঘনিয়ে আসছে রাত দিন প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, দোহার পৌরবাসীর দোয়া ও ভালোবাসায় মেয়র নির্বাচিত হলে জয়পাড়া বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ সকল ধরণের উন্নয়নে কাজ করে যাবেন।

নির্বাচন যত এগিয়ে আসছে ভোটের জন্য তিনি ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনী প্রচার-প্রচারনা প্রার্থীরা নির্ঘুম রাত কাটালেও জনপ্রিয়তার দিক দিয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে আব্দুর রহমান আকন্দ এগিয়ে রয়েছেন বলে ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে।

ভোটাররা জানান, বিগত দিনগুলোতেও পৌরসভার বাসিন্দাদের পাশে ছিলেন আব্দুর রহমান। সুখে-দুঃখে, আপদে-বিপদে, করোনাকালীন সময়ে এলাকার জনগণ সবসময় তাকে পাশে পেয়েছে। এলাকার উন্নয়ন স্বার্থে তার মত মেয়র দরকার বলে মনে করেন ভোটাররা।
মন্তব্য করুন