1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনঃ নন্দলাল সভাপতি, সম্পাদক হিরন

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে যন্ত্রাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নন্দলাল সিং সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুজ্জামান হিরন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। তিনি বলেন, এত রাত অবদি এ সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি দেখে আমি অভিভুত ও আনন্দিত। দেখে মনে হচ্ছে নবাবগঞ্জে আওয়ামীলীগে কোন গ্রুপিং নাই। আর দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। সকলে ঐক্যবদ্ধ থাকলে এ আসনে নৌকার প্রার্থীকে হারানো এত সহজ হবে না। সাধারণ ভোটারদের মাঝে আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরতে হবে। তাদের বুঝিয়ে, ভালবাসার মাধ্যমে নৌকার ভোট আদায় করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।

অনুষ্ঠানে প্রথমার্ধে সভাপতিত্ব করেন যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এইচ মৃধা গিনি ।

সম্মেলনের উদ্বোধক ও দ্বিতীয়ার্ধে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি।

এ সময় সাংসদ সালমান এফ রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, বিশেষ বক্তা উপজেলা আওয়ামী লীগের যৃগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়া।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য- ডা. বাবুল, মো. ইব্রাহিম খলিল, একেএম মনিরুজ্জামান তুহিন, প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ