ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গালিমপুর সোনাবান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আবু বকর সিদ্দিকী আবু এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. খালেদ খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, আর দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। আমাদের প্রত্যেকে আওয়ামীলীগের দুর্বল জায়গা চিহ্নিত করতে হবে। সে সব স্থানে সাধারণ ভোটারদের আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরতে হবে। তাদের বুঝিয়ে, ভালবাসার মাধ্যমে নৌকার ভোট আদায় করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।
তিনি বলেন, আমরা জানি গালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ কিছু দুর্বল অবস্থানে আছে। একটি সংহত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ভোটারদের বুঝিয়ে নৌকার পক্ষে ভোট আদায় করতে হবে।
সভাপতিত্ব করেন গালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ভূইয়া আজিম ।
সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।
এ সময় সাংসদ সালমান এফ রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, বিশেষ বক্তা উপজেলা আওয়ামী লীগের যৃগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়া।
আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য- ডা. বাবুল, একেএম মনিরুজ্জামান তুহিন, শাহীন খান, এসএম সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.