PRIYOBANGLANEWS24
২২ জুন ২০২২, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নির্মাণে ভূমি অধিগ্রহণের চেক বিতরন ও জমি হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত কেরানীগঞ্জে ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভূমি বুঝে পেয়েছে প্রতিষ্ঠানটি এবং ভূমি অধিগ্রহনের চেক হস্তান্তর করা হয়েছে জমির মালিকদের।

ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আয়তন মোট ১৭.০৮৯৪ একর জমি, যার মধ্যে ৩.০০ একর জমি সৌদি আরব সরকারের অনুদানে ” আরবি ভাষা ইনস্টিটিউট” এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভূমি অধিগ্রহনের মোট ব্যয় ধরা হয়েছে ২ শত ৭৬ কোটি টাকা। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ” ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয় স্থাপন শীর্ষক” প্রকল্পের পূর্ত কাজ বাস্তবায়ন করবে।

বুধবার (২২ জুন) সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক” প্রকল্পের আওতায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর ও মধ্যেরচর মৌজার মোট ১৭.০৮৯৪ একর ভূমি, বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে ভূমি অধিগ্রহণের চেক বিতরন ও জমি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ভূমি মালিকদের চেক প্রদানের মধ্য দিয়ে মোট ১৭.০৮৯৪ একর জমি বুঝে নেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের উপাচার্য । পরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আহসান উল্লাহর কাছে জমির মালিকানার কাগজপত্র ও দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক।

প্রথম ধাপে ভূমি অধিগ্রহনের ২৭ জনকে চেক প্রদান করা হয়। বাকিদের পর্যায়ক্রমে চেক হস্তান্তর করা হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টাও নেতৃত্বে জাতীয় সংসদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ পাশ এবং মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বহুল প্রতিক্ষিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা ও দায়িত্ব লাভের পর থেকে উপাচার্যের সুদক্ষ নেতৃত্বে মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ, ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের পাঠক্রম প্রনয়ণ ও পাঠ্যসূচীর আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় বিষয় পরিচালনা করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসার উচ্চ শিক্ষা

নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও বাস্তবায়নে দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ১৫’শ জন ফাজিল-কামিল, অনার্স-মাস্টার্স মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের জমি বুঝে পাওয়ার মাধ্যমে মাদ্রারাসা শিক্ষায় নব দিগন্তে সূচনা হল ।

ঢাকা জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলাম বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে জমি বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে মাদরাসা শিক্ষায় নিশ্চয় আরো অধিক গতি সঞ্চার হবে বলেও আশা ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জনাব রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার রেজাউল হক, উপ-রেজিস্ট্রার ড. মোঃ আবু হানীফা, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোঃ রফিক আল মামুন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর টিম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল,এ).ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কানুনগো সার্ভেয়ার এবং ঢাকা জেলা প্রশাসনের টিম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ জাকির হোসেন ও জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জিয়াউর রহমান এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

শিলাকোঠায় শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

নবাবগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট, বিপাকে সাধারণ মানুষ

নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুল ইসলামের শোক

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

১০

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এয়ারপোর্ট টু তিনশ ফিট সংবর্ধনা স্থল

১২

দোহারে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৩

নবাবগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৪

নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন

১৫

একই মঞ্চে আশফাক- মেহনাজ, উৎফুল্ল নেতাকর্মীরা

১৬

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

১৭

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ওসমান হাদি’র প্রাণ হারানোর ঘটনায় ডিআরই ‘র শোক

১৮

নবাবগঞ্জে মাসুদ রানা মজনু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

১৯

বিজয় দিবস উপলক্ষে দোহার নবাবগঞ্জ ফ্রেন্ডস টুগেদার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০