1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে দোহারে বিক্ষোভ মিছিল

রিপোর্টার:
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার জয়পাড়া ওয়ান ব্যাংক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জয়পাড়া থানার মোড় ও করমআলী মোড় ঘুরে পূনরায় ওয়ান ব্যাংকের মোড়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এসময় ভারতের সকল পন্য বর্জনের আহবান জানান বিক্ষোভকারীরা। একই সাথে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহবান জানান তারা। বিজেপি দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ ইসমাইল হোসেন, সেক্রেটারি মোঃ সুলাইমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, পৌরসভা সভাপতি আলহাজ্ব মোঃ আজম খান, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, দোহার পৌরসভা মেয়র প্রার্থী মোঃ আমজাদ হোসেন, ইসলামি যুব আন্দোলনের থানা সভাপতি হাফেজ মতিউর রহমান, সেক্রেটারি আমির হোসেন হাওলাদার, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা সভাপতি মোশাররফ হোসেন শামীম, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা সহ-সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা সভাপতি মাওলানা আব্দুল গফফার আল ফরিদী, সেক্রেটারি হাফেজ মাওলানা ওমর ফারুক সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ