1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে শোল্লা চ্যাম্পিয়ন

রিপোর্টার:
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫০৪ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক অনুর্ধ্ব ১৭-তে শোল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার বিকেল ৪টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই চূড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় কৈলাইল ইউনিয়ন এবং শোল্লা ইউনিয়ন অংশগ্রহণ করে।

এই টুর্নামেন্টে ১৬ই মে থেকে উপজেলার ১৪ টি ইউনিয়ন অংশগ্রহণ নেয় এবং ২৯মে চূড়ান্ত খেলা শেষ হয়।

খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও ফলাফল অমিমাংসিত হলে টাইব্রেকারে ফলাফল হয়। টাইব্রেকারে কৈলাইল ইউনিয়নকে ১-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শোল্লা ইউনিয়ন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, ঢাকার উপপরিচালক মো. আবুজাফর রিপন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা নারী ভাইস চেয়াম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন আহমেদ, যন্ত্রাইল ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম মনিরুজ্জামান তুহিন সহ অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ