ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ার তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ চলতি বছর ২৫ বছরে পা দিয়েছে। রজত জয়ন্তী উপলক্ষে কলেজ জুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে।
শনিবার (২৮ মে) বেলা ১২টায় কলেজের অনার্স শিক্ষক মিলনায়তনে রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
এসময় রজত জয়ন্তী উৎসব উদযাপনের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমির হোসেন মোল্লা বলেন, দেশ-বিদেশে থাকা শিক্ষার্থীরা ইতিমধ্যে রজত জয়ন্তী আয়োজনে অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আয়োজনটি শুরু করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছি। দীর্ঘ ২৫ বছরে পাশ করা শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আয়োজন করতে চলেছে আমাদের কলেজ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রব মিয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক কামাল মোস্তফা, সারোয়ার হোসেন, মোহাম্মদ মোজাহার হোসেন, আবদুস সোবহান, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, চন্দন হালদার সহ প্রাক্তন শিক্ষার্থী লুৎফর রহমান ভূঁইয়া, ইছাক হোসেন, কাইয়ুম হোসেন প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.