শনিবার বিকেলে দোহার উপজেলার জয়পাড়া বড়মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত পর্বের খেলায় কাটাখালী চ্যাম্পিয়ন হয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় জয়পাড়াকে টাইব্রেকারে হারিয়ে কাটাখালী বিজয় ছিনিয়ে নেয়। খেলার পুরুস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লাখ ৫০ টাকার চেক এবং রানারআপ দলকে ট্রফি ও ১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। খেলার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোহার উপজেলা শাখার সভাপতি শাফা ইসলাম সম্রাট মোল্লা।
খেলাটি প্রিয়বাংলা নিউজ২৪ এর অনলাইন ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
মন্তব্য করুন