ঢাকার নবাবগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান করা হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পাশ্ববর্তী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
সভাপতিত্ব করেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামাল উদ্দিন দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত।
আলোচক ছিলেন, এড. নাসির উদ্দিন, ডা. গোবিন্দ পাল, শিক্ষক জিএম রকিবুল ইসলাম।
শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মন্তব্য করুন