ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবস টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নামে ৮টি দল খেলার আয়োজন করেন এ.কে.জি.এম ফ্রেন্ডস ক্লাব।
শনিবার বেলা ১২টায় কলকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল। সভাপতিত্ব করেন কলকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইখুল ইসলাম খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ। বিশেষ অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ন কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি শেখ হান্নান উদ্দিন, সাবেক শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক মো. শাহআলম, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান খালিদ হোসেন সুমন, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হিরণ, এ.কে.জি.এম ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক খন্দকার মাহবুব ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক অসীম সরকার, একেজিএম ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক খন্দকার মাহবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন কলাকোপা ইউনিয়ন পরিষদ একাদ্বশ বনাম বক্সনগর ইউনিয়ন পরিষদ একাদ্বশ।
Leave a Reply
You must be logged in to post a comment.