ঢাকার দোহারে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং বঙ্গবন্ধুর অবদান শীর্ষক গঠনমুলক আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানের অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ ফজলুর রহমান ফজলু, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযুদ্ধো মহিউদ্দিন, করম আলী,শাহজাহান মিয়া, ডাঃ বুরহান উদ্দিন সহ আরো অনেকে।
একই দিন সন্ধার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা তাদের গান ও নাচ পরিবেশন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হেসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফজলে রাব্বি সহ অন্যান্য অতিথিরা।
Leave a Reply
You must be logged in to post a comment.