শারীরিকভাবে প্রতিবন্ধী তবুও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বুকে নিয়ে ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৭টায় ফুল নিয়ে ছুটে এসেছিলেন মোবারক হোসেন (৩৫)।
সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলার আজিজপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোবারক হোসেন। তাকে সহায়তা করেন স্কাউট সদস্যরা।
মোবারক হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মৃত সেলিমের একমাত্র ছেলে। মায়ের নাম মৃত মনোয়ারা বেগম মায়ের পেটে তিনমাস থাকা অবস্থায় তার বাবা মারা যায়। নয় বছর বয়সে মা মারা যায় বলে জানান মোবারক। এর পর নানী সাহেরা বানুর কাছে তিনি বড় হয়। বিশ বছর ধরে মোবারক নানীর সাথে নবাবগঞ্জে আছেন। বর্তমানে বাগমারা বাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা চালায় মোবারক। মোবারক তার নানীকে নিয়ে আজিজপুর গ্রামের মো.শরীফের বাড়িতে ভাড়া থাকেন।
তিনি জানান, প্রতিবছরই একুশে ফেব্রুয়ারিতে নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মোবারক।
Leave a Reply
You must be logged in to post a comment.