আজ সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। প্রথমদিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার প্রথমদিনে ঢাকার দোহার উপজেলার কেন্দ্রগুলো পরিদর্শণ করেণ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা ও জ্যোতি বিকাশ চন্দ্র।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দোহার উপজেলায় ২ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৮০২ জন, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজে ১ হাজার ২২৮ জন, বেগম আয়েশা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৪০২ জন শিক্ষার্থী। এছাড়া জয়পাড়া আলীম মাদ্রাসা কেন্দ্রে ৮৩ জন এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এসএসসি পরীক্ষাকে ঘিরে প্রতিটি কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
প্রথমদিনে দোহারের পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শণ শেষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা ও জ্যোতি বিকাশ চন্দ্র।
Leave a Reply
You must be logged in to post a comment.