1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

ফুলের ভালোবাসায় সিক্ত হলেন যন্ত্রাইলের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিন

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন কে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুর বাড়িতে যন্ত্রাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগর সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ফ্রান্স প্রবাসী শাহআলম স্বাধীন, যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি এসএম মৃধা গিনি, সাধারণ সম্পাদক দুলাল হালদার, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলু, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যগণ, সাধারণ সদস্যগণ ও আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

এর আগে ইউনিয়নবাসী ও স্থানীয় নেতৃবৃন্দরা তুহিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

তুহিন ৩১ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যন্ত্রাইল ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ