ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান তরুনের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ধোয়াইর বাজারে নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের অফিসকে নৌকার নির্বাচনী ক্যাম্প হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদের সভাপতিত্বে নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেন দোহার থানা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী তৈয়বুর রহমান তরুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক শহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক উদয় চোকদার, মোন্নাফ মাদবর, আব্দুল কুদ্দুস, মোখলেছুর রহমান, রাকিব সহ আরো অনেক।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নয়াবাড়ি ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান।
মন্তব্য করুন