1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

দোহারে কাউন্সিলর প্রার্থীর ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৭৭৭ বার দেখা হয়েছে

দোহার পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ এর নির্বাচনী ব্যানার ছিড়ে ফেলার ও খুলে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ইমন নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ।

অভিযুক্ত যুবক দক্ষিণ জয়পাড়া গ্রামের মৃত মাঈনুদ্দিন ওরফে মাইনার ছেলে।

জানা যায়, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ পৌরসভার বিভিন্ন এলাকায় জনগণকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার লাগিয়েছিলেন। সম্প্রতি কিছু ব্যানার দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতাল সংলগ্ন এলাকার ইমন নামে এক যুবক রাতের আধারে নামিয়ে ফেলে দেয়। যে ঘটনা স্থানীয় এক নারীর দেখে ফেলে। তিনি বিষয়টি কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ কে জানালে ফারুক দোহার থানায় ইমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে ফারুক আহমেদ প্রিয় বাংলা নিউজ-২৪ কে বলেন, কয়েকদিনের মধ্যে তার অন্তত ৩০টি ব্যানার বিভিন্ন জায়গা থেকে ছিড়ে ফেলা হয়েছে। কয়েকদিন আগে একটি ব্যানার ফেলে দেওয়ার সময় স্থানীয় এক নারী তা দেখে ফেলে। আমি তার কঠিন শাস্তি দাবি করছি।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ নিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্য নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ