ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের নির্বাচনে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৪০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৬ জন, সাধারণ সদস্য পদে ৫০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার(৩ জানুয়ারী) বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান মনোনয়নপত্র জমার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, সকল প্রার্থী নির্বাচনী নিয়ম নীতি মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে মনোনয়ন দাখিল করেছেন।
১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা:
শিকারীপাড়া ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আলীমোর রহমান খান পিয়ারা, মো. বাদল মিয়া, মো. আইয়ুব মোল্লা, রনি, শিরিম রহমান।
জয়কৃষ্ণপুর ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. মাসুদুর রহমান, রেশমা আক্তার, মো. দেলোয়ার হোসেন, রতন চন্দ্র বসাক, মো. কামাল হোসেন খান, মো. কালাম।
বারুয়াখালী ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- এম এ বারী বাবুল মোল্লা, লাবু মো. বাঈ, ফিরোজ, মুন্না ভূইয়া।
নয়নশ্রী ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. পলাশ চৌধুরী, মো. রিপন মোল্লা, মোরাদ আলী সিকদার, মোহাম্মদ হাবিবুর রহমান, শ্যামল সরকার, মো. মাসুদ মোল্লা
বান্দুরা ইউনিয়নে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. হুমায়ুন কবির, মো. হিল্লাল মিয়া, মোহাম্মদ কামাল হোসেন, মো. সামছুল হক, মো. সুলতান উদ্দিন, শেখ রুবেল, কাজী মো. জসিম উদ্দিন।
যন্ত্রাইল ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- এ কে এম মনিরুজ্জামান, মো. নূর আলম, ওয়াহিদুল হক খান, অসীম কুমার সরকার।
কলাকোপা ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. ইব্রাহীম খলিল, তুষার আহমেদ, মো. ওয়াহিদুজ্জামান রনি, মো. হাবিবুর রহমান খোকন।
শোল্লা ইউনিয়নের মনোনয়ন জমা দিয়েছে ৭ জন প্রার্থী। তারা হলেন-মো. মিজানুর রহমান ভূইয়া, দেওয়ান তুহিনুর রহমান, মোহাম্মদ ফজলুল হক, বাবুল হোসেন, নজির আহম্মদ, মোহাম্মদ আবুল বাশার।
বক্সনগর ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আব্দুল ওয়াদুদ মিয়া, এরশাদ আল মামুন, মো. পলাশ, শামীমূল আহাদ রনক, সাওকাত আলী, কাজী আব্দুল আওয়াল, শেখ আবুল হোসেন, জুনায়েত বাতেন, মো. সামছুল সালেহীন লিংকন।
বাহ্রা ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. সাফিল উদ্দিন মিয়া, মো. সুবেদুজ্জামান (সুবেদ), পত্তনদার মো. রকিবুর রহমান রাকিব, মো. ফরিদ খান, মোহাম্মদ কাইবুল।
কৈলাইল ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- বশির আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মো. পান্নু মিয়া, মো. হুমায়ুন কবীর, মো. আমানউল্লাহ, আলী আহাম্মদ, মো. ফালু মোল্লা, মো. সুমন খান কবি, শামীম মুহাম্মদ।
আগলা ইউনিয়নে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- শিরিন চৌধুরী, আবেদ হোসেন, জিয়াউল ইসলাম, মো. মনির হোসেন, এস এম মোস্তারিন, মো. শাহীনুজ্জামান, মো. দুলাল হোসেন, এস এম ইমরান হোসেন।
গালিমপুর ইউনিয়নে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- তপন মোল্লা, মো. আজিজুর রহমান ভূইয়া, মো. রেজাউর রহমান, মো. মিজানুর রহমান, মো. নূর আলম, তৌহিদুর রহমান খান, রফিক হোসেন খান।
চুড়াইন ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. আব্দুল জলিল, মো. ফরিদ সরকার, আবু সাইদ, আব্দুল জব্বার ভূইয়া, আনোয়ার হোসাইন।
Leave a Reply
You must be logged in to post a comment.